Wellcome to National Portal
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০২১

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপসচিব মরহুম মারুফ হাসানের পরিবারকে ২৫ লাখ টাকার সহায়তা


প্রকাশন তারিখ : 2021-05-19

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মরহুম আবুল খায়ের মো. মারুফ হাসানের পরিবারের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান হিসেবে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া কার্যালয়ে মারুফ হাসানের স্ত্রী ফাতেমা নাহারীন নীরার কাছে এ সঞ্চয় পত্র হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারুফ হাসানের কন্যাদের লেখাপড়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য মরহুমের স্ত্রীর অনুকূলে ২০ লক্ষ টাকার পরিবার সঞ্চয় পত্র এবং মরহুমের 'মা' মাহফুজা আক্তার বানুর অনুকূলে ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়। শাশুড়ির পক্ষে মরহুমের স্ত্রী ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র গ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা মরহুম আবুল খায়ের মোঃ মারুফ হাসান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল ঢাকায় সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল ভোর ছয়টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুম মারুফ হাসান প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার দায়িত্ব পালন করেছেন।