Wellcome to National Portal
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০২৪

সচিব

 মোঃ কামরুল হাসান এনডিসি  জানুয়ারি ৩০, ২০২২ তারিখে সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে কর্মরত ছিলেন। পরবর্তীতে সিলেট নতুন বিভাগ হিসেবে যাত্রা শুরু করলে তিনি প্রথম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি মৌলভীবাজার সদর ও বালাগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ভূমি হুকুমদখল কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম কালেক্টরেটে কর্মরত ছিলেন।

জনাব মোঃ কামরুল হাসান এনডিসি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাকুন্দিয়া, লালমোহন ও হরিরামপুর উপজেলায় কাজ করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি মাগুরা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সৌদি আরবের জেদ্দায় মৌসুমী হজ্জ্ব অফিসার হিসেবে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ খ্রিস্টাব্দে তিনি হজ্জ্ব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

জনাব মোঃ কামরুল হাসান এনডিসি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি উপসচিব ও যুগ্মসচিব হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্মসচিব হিসেবেও কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

২০২০ সালের জুন মাসে তিনি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন। এক বছর পর ২০২১ সালের জুন মাসে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন।

জনাব মোঃ কামরুল হাসান এনডিসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি এবং পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

জনাব মোঃ কামরুল হাসান এনডিসি দেশের অভ্যন্তরে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  

জনাব মোঃ কামরুল হাসান এনডিসি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ রকিবুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ মনোয়ারা বেগম।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী মিজ নাহিদ সুলতানা এবং দুই সন্তান ফাহিম হাসান রকিব এবং রাহাত হাসান রকিব।